মাহে রমযানের একটি বিশেষ আকর্ষণ নামাজে তারাবীহ্। বলা যায়, এটি এ মাসের আধ্যাত্মিক অলঙ্কার ও সৌন্দর্য। রমযানের চাঁদ দেখা যাওয়ার পরই শুরু হয় এ নামাজ। মুসল্লিদের ঢল নামে মসজিদে মসজিদে। যারা অবহেলায় এতদিন ঠিকমতো নামাজ আদায় করেনি, তারাও সারিবদ্ধ হন...